আলামিন খান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের আয়োজনে অধ্যাপক ড.মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও ‘বাংলাদেশে স্কুল পর্যায়ের পরীক্ষায় প্রবর্তিত সৃজনশীল প্রশ্নপদ্ধতির সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
বুধবার (১৪ জানুয়ারি) বাংলা বিভাগের সেমিনার রুমে সকাল ১০ টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো.মোজাম্মেল হক, প্রধান অতিথি ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, স্বাগত বক্তা ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড.সোহানা বিলকিস,সেমিনার বক্তা ছিলেন অধ্যাপক ড.আবু দায়েন, সেমিনারের সঞ্চালক হিসেবে ছিলেন বাংলা বিভাগের শিক্ষক জনাব মো: বশিরুজ্জামান খোকন এবং স্মৃতিচারণে ছিলেন জনাব মো.আবুল কাসেম শিখদার। এছাড়াও সেমিনারে বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার বক্তা অধ্যাপক ড.আবু দায়েন বলেন, ” শিক্ষা আমাদের জীবনের এমন একটি জাদু যেই জাদুর ছোঁয়ায় একজন শক্তিহীন মানুষ শক্তি অর্জন করে। প্রথম বছর যখন শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি প্রবর্তিত হয়েছিল তখন মাত্র ২০ জন ছাত্র A+ পায় যা বর্তমানে লক্ষাধিকে পৌঁছেছে। সরকার ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষার জন্য এই প্লাসের হার বৃদ্ধি করা হয়। বাংলাদেশের প্রেক্ষপটে মার্কিন ধারায় শিক্ষা ব্যবস্থা প্রবর্তন কতটা যৌক্তিক সেটাও একটি আলোচ্য বিষয়। উপযুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক স্কুলেই পর্যাপ্ত শিক্ষক নেই, ক্লাসরুম নেই, প্রয়োজনীয় উপকরণ নেই। শহরের কোনো স্কুলে এমন কোনো সংকট দেখা যায়না। এমন একটি বৈষম্য মূলক পরিস্থিতিতে এই রকম শিক্ষা পদ্ধতি উপযুক্ত না। শিক্ষার্থীদের মুখস্থ করার পদ্ধতিকে দূর করার জন্যই এই সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। আজ হাজারো শিক্ষার্থী A+ পেয়েও কোথাও চান্স পায়না তাই এখানে প্রশ্ন উঠে তারা কতটুকু শিক্ষা নিতে পেরেছে।”