January 15, 2026, 10:15 am
Title :
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা চবির এক সিন্ডিকেটে শতাধিক নিয়োগে অনিয়মের অভিযোগ: দুদকের অভিযান বাংলা বিভাগের উদ্যোগে অধ্যাপক ড.মাহবুব আহসান খান স্মারক বৃত্তি প্রদান ও সেমিনার সিরাজগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জেইউস্যাড এর আংশিক কমিটি গঠন সভাপতি সাদ ও সম্পাদক ফয়সাল নান্দাইল কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী অফিস উদ্বোধন নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদে জাবিতে ইসলামি ছাত্রী সংস্থার মানববন্ধন চৌহালীতে ১২ বছর সংসারের পর লিঙ্গ পরিচয় পরিবর্তন, হালিমা এখন নিশান ইমতিয়াজ রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুটি ভেকু জব্দ

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ফখরুল

  • Update Time : Saturday, January 10, 2026
  • 21 Time View
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত: ফখরুল
29

রিপোর্ট : রুবেল তালুকদার

নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতের দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমান উত্তরাঞ্চলে সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সফরকালে জাতীয় নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধ পাওয়ার পর ওই সফর সাময়িকভাবে স্থগিত করা হয়।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ব্যর্থ করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করছে। ইতোমধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির একাধিক নেতা হত্যার শিকার হয়েছেন। কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক নেতাকেও হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews