সিরাজগঞ্জ প্রতিনিধি : রুবেল তালুকদার
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে ভোটকেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, ভোটগ্রহণ প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চরাঞ্চলের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে অতিরিক্ত নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, নির্বাচনের দিন সংশ্লিষ্ট সকলের সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সভায় জানানো হয়, চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।