রিপোর্ট : রুবেল তালুকদার
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান ইন্তেকাল করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন রফিকুল আলম খান। রোববার সকালে সদর উপজেলার ডুমুর গ্রামে নিজ বাড়িতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, আজ বাদ এশা সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।
রফিকুল আলম খান ষাটের দশকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিয়রের অনুপ্রেরণায় ১৯৬৩ সালে
তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। দীর্ঘ ৫৩ বছরের কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, দৈনিক প্রথম আলো ও দৈনিক আমার দেশসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন।
এক সময় সিরাজগঞ্জ জেলায় সাংবাদিকতা পেশায় তিনি শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে জেলার সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।