রুবেল তালুকদার: জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
রায়গঞ্জে সিরাজগঞ্জ অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুটি ভেকু জব্দ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে। উপজেলার নলকা ও সোনাখাড়া ইউনিয়নে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অভিযান চালানো হয়।
সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিন জব্দ করতে সক্ষম হয় প্রশাসন।
অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা, সলঙ্গা থানা ও রায়গঞ্জ থানার পুলিশ সদস্যরা এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা সম্পূর্ণরূপে বন্ধ করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তি প্রকাশ পেয়েছে।