রুবেল তালুকদার : জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের চৌরাস্তায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, সাংবাদিকরা সমাজের সাধারণ মানুষের কথা তুলে ধরেন, সমস্যা ও সম্ভাবনার চিত্র প্রকাশ করেন। অথচ বারবার তারাই নানা অপশক্তির টার্গেটে পরিণত হচ্ছেন। সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিনিয়র সাংবাদিক বাবু ইসলাম, জাকিরুল ইসলামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের দিয়ার ধানগড়া মহল্লায় সাংবাদিক শরিফুল ইসলাম ইন্নার বাসায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।